কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ী এলাকায় গ্রামবাসীর পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, কোনো অপরাধী থাকলে তাকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষোভ ও উত্তেজনার জেরে আজ সকালে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় মাদক, ডাকাতি, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর করইবাড়ী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ী এলাকায় গ্রামবাসীর পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহম্মেদ খান বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে এবং আহত একজনকে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, কোনো অপরাধী থাকলে তাকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ছিল। প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষোভ ও উত্তেজনার জেরে আজ সকালে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহত ব্যক্তিরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)। যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরাবাজার থানায় মাদক, ডাকাতি, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর করইবাড়ী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
১ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে