উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের প্রধান মাঝি আজিম উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন।
গ্রেপ্তারকৃতরা হলেন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ হাসিম (৪০), ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ জাবের (৩২) এবং একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)।
পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আজিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ৮ ওয়েস্ট ক্যাম্পের একটি হাসপাতালে আহত আজিম উদ্দিনকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন মৃতের স্ত্রী সমসিদা, যার মামলা নম্বর ৫২।
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের প্রধান মাঝি আজিম উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন।
গ্রেপ্তারকৃতরা হলেন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ সলিমের ছেলে মোহাম্মদ হাসিম (৪০), ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ জাবের (৩২) এবং একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)।
পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আজিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ৮ ওয়েস্ট ক্যাম্পের একটি হাসপাতালে আহত আজিম উদ্দিনকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন মৃতের স্ত্রী সমসিদা, যার মামলা নম্বর ৫২।
বেনাপোল বন্দরে একটি ট্রাকে তল্লাশি করে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বন্দরের ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি এ তথ্য জানায়।
১৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন জরিপে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ১০-এর মধ্যে মাত্র ২ দশমিক ৪৫ নম্বর নিয়ে ‘খারাপ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সংবাদ সম্মেলনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’-এর ব্যানারে জরিপের এ
১৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন
১ ঘণ্টা আগে