Ajker Patrika

চট্টগ্রামে ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে ভিড় কম

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহনের মধ্য দিয়ে এ ঈদযাত্রা শুরু হলো। আজ সোমবার প্রথম দিন সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ঘরমুখো মানুষের তেমন জটলা ছিল না। তবে বিজয়, চট্টলা ও সাগরিকা ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। সাপ্তাহিক বন্ধ থাকায় চলেনি সুবর্ণ, পাহাড়িকা ও সৈকত এক্সপ্রেস।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী বলেন, ঈদযাত্রার প্রথম দিন ভিড় কম থাকলেও সামনের দিনগুলোতে বাড়বে। সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে ঈদ উপলক্ষে। এ ছাড়া বিশেষ ট্রেন চলাচলও শুরু হবে। ধীরে ধীরে ঘরমুখো মানুষের চাপ বাড়বে।

রেল কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের জন্য ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই দিন বিক্রি করা হয় ২৪ মার্চের টিকিট। সর্বশেষ ২০ মার্চ বিক্রি করা হয় ৩০ মার্চের টিকিট। এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ বিক্রি করা হবে ১ ও ২ এপ্রিলের টিকিটি।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট ২৪ মার্চ থেকে বিক্রি শুরু হবে। ওই দিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিল বিক্রি করা হবে ২৯ মার্চের ও ৯ এপ্রিল বিক্রি করা হবে ৩০ মার্চের টিকিট।

এদিকে প্রতিটি আন্তনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামের এক জোড়া ট্রেন চলবে। ঈদে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার যাত্রী ট্রেনে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত