Ajker Patrika

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থায় ইউএস কোস্টগার্ডের সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৪৪
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থায় ইউএস কোস্টগার্ডের সন্তোষ প্রকাশ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও আধুনিকায়ন করার লক্ষ্যে ১ হাজার ২৪১টি ক্যামেরা বসানো হয়েছে। এই নিরাপত্তাব্যবস্থায় ইউএস কোস্টগার্ড সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক-সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এতে বলা হয়, সম্প্রতি ইউএস কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল বন্দর সফর করে বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরে শুল্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এরই মধ্যে ৬০ টন বিপজ্জনক পণ্য ধ্বংস করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধির কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। বাকি কাজ সেপ্টেম্বরে শেষ হবে। আগামী তিন বছর ওই এলাকায় সংরক্ষণ ড্রেজিং কাজ চলমান থাকবে। 

বন্দরের নিরাপত্তার জন্য বিভিন্ন গেট, শেড ও ইয়ার্ডে আধুনিক পাবলিক অ্যাড্রেস সিস্টেম (পিএএস) বর্তমানে চালু আছে বলে জানায় নৌপরিবহন মন্ত্রণালয়। পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) ও কমলাপুর ইংল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বন্দরের সব কটি গেটে স্ক্যানার স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নের লক্ষ্যে রপ্তানিমুখী গেটে কনটেইনার স্ক্যানার স্থাপনের কাজ চলছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহের কাজ চলমান। বন্দরের পোর্ট লিমিট এলাকায় অনুমোদনবিহীন বাল্কহেড চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এবং বিভাগীয় প্রধানেরা জুম সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত