Ajker Patrika

সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলায় এক কিশোরী এবং গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু হয়।

আনোয়ারায় সাপের কামড়ে মারা যাওয়া কিশোরীর নাম নাঈমা আক্তার (১৩)। তার বাড়ি উপজেলার রায়পুরা ইউনিয়নের সরেঙ্গা গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানায়, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল নাঈমা। রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে সে। পরিবারের সদস্যরা তাকে সাপে ছোবল দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন বলেন, ‘ভোরের দিকে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে বাড়িতে কিংবা পথেই তার মৃত্যু হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের কাছে অ্যান্টিভেনম ছিল। কিন্তু তার চিকিৎসার সুযোগ আমরা পাইনি।’

এদিকে লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মারা গেছে মো. তাওসিফ (১৬)। তার বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরের উঠোনে তাওসিফকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, সাপে কাটা তাওসিফকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত