রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে পোকার আক্রমণে পাতা কুঁকড়ে গিয়ে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
উপজেলা কৃষি বিভাগের সূত্রমতে, রাউজানে এবার ২৩০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ২৩০ হেক্টর জমি থেকে ২ হাজার ৭৬০ মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদন হয়েছে। যা থেকে ২৫০ মেট্রিক টন শুকনো মরিচ হতে পারে।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ইসহাক ইসলাম মিয়া বলেন, ‘আমি ২৪ শতক জমিতে মরিচের চাষ করেছি। ফলন দিতে শুরু করলে হঠাৎ মরিচ পাতা কুঁকড়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা কয়েকটি ওষুধ লিখে দিয়ে স্প্রে করতে বলে। কিন্তু তাতেও সুফল মিলছে না। শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার টাকা খরচ হয়েছে।’
ইসহাক ইসলাম আরও বলেন, ‘লাভ দূরের কথা যে পরিমাণ বিনিয়োগ করেছি তাও উঠবে কিনা সন্দেহ। আগে কখনো এ ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি।’
মরিচ চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতি বছর মরিচের চাষ করি। ফলনও ভালো হয়। এবার মরিচ খেতে একধরনের রোগ দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘এবার মরিচ খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রমণ বেশি হলে প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে ওষুধ স্প্রে করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই স্প্রে দিয়ে পোকার আক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। এবার পোকার আক্রমণে কৃষকেরা কিছুটা লোকসানের মুখে পড়তে হতে পারে। বৃষ্টি হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
চট্টগ্রামের রাউজানে পোকার আক্রমণে পাতা কুঁকড়ে গিয়ে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
উপজেলা কৃষি বিভাগের সূত্রমতে, রাউজানে এবার ২৩০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ২৩০ হেক্টর জমি থেকে ২ হাজার ৭৬০ মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদন হয়েছে। যা থেকে ২৫০ মেট্রিক টন শুকনো মরিচ হতে পারে।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ইসহাক ইসলাম মিয়া বলেন, ‘আমি ২৪ শতক জমিতে মরিচের চাষ করেছি। ফলন দিতে শুরু করলে হঠাৎ মরিচ পাতা কুঁকড়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা কয়েকটি ওষুধ লিখে দিয়ে স্প্রে করতে বলে। কিন্তু তাতেও সুফল মিলছে না। শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার টাকা খরচ হয়েছে।’
ইসহাক ইসলাম আরও বলেন, ‘লাভ দূরের কথা যে পরিমাণ বিনিয়োগ করেছি তাও উঠবে কিনা সন্দেহ। আগে কখনো এ ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি।’
মরিচ চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতি বছর মরিচের চাষ করি। ফলনও ভালো হয়। এবার মরিচ খেতে একধরনের রোগ দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘এবার মরিচ খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রমণ বেশি হলে প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে ওষুধ স্প্রে করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই স্প্রে দিয়ে পোকার আক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। এবার পোকার আক্রমণে কৃষকেরা কিছুটা লোকসানের মুখে পড়তে হতে পারে। বৃষ্টি হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে