বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালে ডেলিভারি করানোর সময় কপাল কেটে এক নবজাতের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার চিকিৎসকের ভুলের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতক বান্দরবান পৌরসভার হাফেজঘোনা বরিশাল পাড়া এলাকার মাহাবুব আলম ও পিংকি দম্পতির প্রথম সন্তান।
নিহত নবজাতকের মামা মো. হাসেম জানান, বোন পিংকিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল বুধবার সকাল থেকে পিংকির অবস্থা ভালো বলে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানান। তবে বুধবার সন্ধ্যার পর পিংকির অবস্থা খারাপ বলে জানিয়ে দ্রুত সিজার করাতে হলে বলে পরিবারকে জানায়।
মো. হাসেম জানান, রাত সাড়ে ৮টার দিকে অপারেশন কক্ষের ভেতর থেকে কাপড়ে মোড়ানো মৃত বাচ্চা হয়েছে বলে চিকিৎসকেরা জানান। পরে কাপড় খুলে দেখা যায় বাচ্চার কপালে লম্বা কাটা দাগের চিহ্ন। এ নিয়ে স্বজনেরা জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেনি।
মো. হাসেম বলেন, তাঁরা (স্বজন) মনে করছেন অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে নবজাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নীহার রঞ্জন নন্দী জানান, ‘সরকারি নির্দেশনা অনুসারে নরমাল ডেলিভারি করানোর সময় প্রসূতি মা দুর্বল হয়ে যাওয়ায় ফোর্সেস ডেলিভারি করাতে যন্ত্রপাতি ব্যবহারের সময় অপ্রত্যাশিতভাবে নবজাতকের কপাল কেটে গেছে। তবে এতেই শিশুর মৃত্যু হয়েছে এ কথা তিনি স্বীকার করেননি।’
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের বলেন, চিকিৎসক তাঁকে বলেছেন ডেলিভারির আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু অভিভাবকেরা দাবি করছে ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের কপালে কেটে যাওয়ায় মারা গেছে।
ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, হাসপাতালে নবজাতকের কপাল কেটে মৃত্যু বিষয়ে স্থানীয়রা বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হলে লোকজন আর হাসপাতালে যেতে চাইবে না, চিকিৎসকদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে পার্বত্য মন্ত্রীর বান্দরবানের কার্যালয়ে সমাজসেবা বিভাগের চেক বিতরণ অনুষ্ঠানে এ ঘটনায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতাল এবং চিকিৎসক হলো মানুষের আশা–ভরসার জায়গা। এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারও মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে।’
পার্বত্য মন্ত্রী বলেন, মৃত্যুর ওপর কারও হাত নেই। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে সেখানে নানা কথা ওঠে। এতে বিরূপ প্রভাব পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিষয়টি দুঃখজনক। চিকিৎসক ও সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে অপারেশনসহ যেকোনো চিকিৎসা সেবা দিতে হবে। তিনি হাসপাতালের বিষয়ে সিভিল সার্জন, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এদিকে এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইনি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
বান্দরবান সদর হাসপাতালে ডেলিভারি করানোর সময় কপাল কেটে এক নবজাতের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার চিকিৎসকের ভুলের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত নবজাতক বান্দরবান পৌরসভার হাফেজঘোনা বরিশাল পাড়া এলাকার মাহাবুব আলম ও পিংকি দম্পতির প্রথম সন্তান।
নিহত নবজাতকের মামা মো. হাসেম জানান, বোন পিংকিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল বুধবার সকাল থেকে পিংকির অবস্থা ভালো বলে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানান। তবে বুধবার সন্ধ্যার পর পিংকির অবস্থা খারাপ বলে জানিয়ে দ্রুত সিজার করাতে হলে বলে পরিবারকে জানায়।
মো. হাসেম জানান, রাত সাড়ে ৮টার দিকে অপারেশন কক্ষের ভেতর থেকে কাপড়ে মোড়ানো মৃত বাচ্চা হয়েছে বলে চিকিৎসকেরা জানান। পরে কাপড় খুলে দেখা যায় বাচ্চার কপালে লম্বা কাটা দাগের চিহ্ন। এ নিয়ে স্বজনেরা জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা কোনো সদুত্তর দিতে পারেনি।
মো. হাসেম বলেন, তাঁরা (স্বজন) মনে করছেন অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে নবজাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নীহার রঞ্জন নন্দী জানান, ‘সরকারি নির্দেশনা অনুসারে নরমাল ডেলিভারি করানোর সময় প্রসূতি মা দুর্বল হয়ে যাওয়ায় ফোর্সেস ডেলিভারি করাতে যন্ত্রপাতি ব্যবহারের সময় অপ্রত্যাশিতভাবে নবজাতকের কপাল কেটে গেছে। তবে এতেই শিশুর মৃত্যু হয়েছে এ কথা তিনি স্বীকার করেননি।’
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের বলেন, চিকিৎসক তাঁকে বলেছেন ডেলিভারির আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু অভিভাবকেরা দাবি করছে ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের কপালে কেটে যাওয়ায় মারা গেছে।
ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, হাসপাতালে নবজাতকের কপাল কেটে মৃত্যু বিষয়ে স্থানীয়রা বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হলে লোকজন আর হাসপাতালে যেতে চাইবে না, চিকিৎসকদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে পার্বত্য মন্ত্রীর বান্দরবানের কার্যালয়ে সমাজসেবা বিভাগের চেক বিতরণ অনুষ্ঠানে এ ঘটনায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতাল এবং চিকিৎসক হলো মানুষের আশা–ভরসার জায়গা। এখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারও মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষ চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এতে করে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে।’
পার্বত্য মন্ত্রী বলেন, মৃত্যুর ওপর কারও হাত নেই। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে সেখানে নানা কথা ওঠে। এতে বিরূপ প্রভাব পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিষয়টি দুঃখজনক। চিকিৎসক ও সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে অপারেশনসহ যেকোনো চিকিৎসা সেবা দিতে হবে। তিনি হাসপাতালের বিষয়ে সিভিল সার্জন, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এদিকে এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আইনি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৭ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে