কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।
গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।
গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
৪ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
১৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
২২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
৩২ মিনিট আগে