চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২২ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে