Ajker Patrika

অটোযাত্রী তরুণীকে ভুল পথে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক তরুণীকে ভুল পথে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২)। গতকাল বুধবার রাতে আনোয়ারা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফোরকান উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল আনোয়ারার কেইপিজেডের ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই তরুণী। কিছু দূরে গিয়ে তিনি বুঝতে পারেন, তাঁকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে না। এ সময় তিনি নেমে যেতে চাইলে চালক ও তাঁর সহযোগী অটোরিকশা না থামিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যান। চাকা নষ্ট হওয়ার কথা বলে অটোরিকশা দাঁড় করিয়ে চালক ও তাঁর সহযোগী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে অটোরিকশা থেকে লাফ দেন তরুণী। এতে রাস্তায় পড়ে তাঁর নাক-মুখ থেঁতলে যায় ও একটি দাঁত ভেঙে যায়। পরে তিনি সেখান থেকে পালিয়ে পাশের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। সন্ধ্যায় ওই তরুণী থানায় মামলা করলে পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করি। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত