Ajker Patrika

গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বামী, ঘরে চোরের হানা-লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরের হানা দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরের হানা দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর প্রসবব্যথা ওঠায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্বামী। এই সুযোগে ফাঁকা ঘরে হানা দিয়ে নগদ আড়াই লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।

গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইসমাইল হোসেনের ঘরে এ চুরি হয়। ইসমাইল জানান, রাতে ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। আজ বুধবার সকালে বাড়ির লোকজন ফোন করে চুরির ঘটনা জানালে তিনি ফিরে আসেন। চোরের দল ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা ব্যবসার আড়াই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান মালপত্র ও পোশাকও নিয়ে গেছে। তাঁদের পরনের কাপড় ছাড়া আর একটি কাপড়ও ঘরে নেই। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকাজুড়ে উদ্বেগজনক হারে চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে ১০ থেকে ১৫টি বাড়িতে চুরি হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়ে তাঁরা অবগত নন। এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত