চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামের ফেসবুক আইডি থেকে ছাত্রলীগসংশ্লিষ্ট বেশ কিছু পোস্ট ও জামায়াত-শিবিরবিরোধী পোস্ট করেছেন তিনি। ওই ফেসবুক ওয়ালে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছবি রয়েছে এই নেতার। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর আবরার তাঁর ফেসবুক পোস্টে ছাত্রলীগের নেতা ড. রবিউল হাসান ভূঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে আবরার ফারাবী বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০২৩ সাল থেকে আমি ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে পুরোদমে ছাত্রশিবিরে যুক্ত হই। শিবিরে যোগ দেওয়ার পর থেকে আর হলে থাকিনি। পরে শিবিরের সদস্য হয়ে দায়িত্বশীল পদ পাই।’
আবরার ফারাবী আরও বলেন, ‘যখন জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়, তখন থেকেই মূলত আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হই এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলন নামে যে গ্রুপ আছে, সেটা খুলি। ছাত্রলীগ করেছি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।’
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আজকের পত্রিকা'কে বলেন, ‘আবরার ফারাবীর বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘ব্যাপারটা এমন না যে, তিনি আগস্ট-পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন, বরং আগস্টের আগে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। পরে এ বছর জানুয়ারি থেকে তাঁকে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।’
আরও খবর পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামের ফেসবুক আইডি থেকে ছাত্রলীগসংশ্লিষ্ট বেশ কিছু পোস্ট ও জামায়াত-শিবিরবিরোধী পোস্ট করেছেন তিনি। ওই ফেসবুক ওয়ালে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছবি রয়েছে এই নেতার। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর আবরার তাঁর ফেসবুক পোস্টে ছাত্রলীগের নেতা ড. রবিউল হাসান ভূঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে আবরার ফারাবী বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০২৩ সাল থেকে আমি ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে পুরোদমে ছাত্রশিবিরে যুক্ত হই। শিবিরে যোগ দেওয়ার পর থেকে আর হলে থাকিনি। পরে শিবিরের সদস্য হয়ে দায়িত্বশীল পদ পাই।’
আবরার ফারাবী আরও বলেন, ‘যখন জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়, তখন থেকেই মূলত আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হই এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলন নামে যে গ্রুপ আছে, সেটা খুলি। ছাত্রলীগ করেছি, এটা আমি অস্বীকার করি না। কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না।’
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আজকের পত্রিকা'কে বলেন, ‘আবরার ফারাবীর বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘ব্যাপারটা এমন না যে, তিনি আগস্ট-পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন, বরং আগস্টের আগে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। পরে এ বছর জানুয়ারি থেকে তাঁকে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।’
আরও খবর পড়ুন:
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট। আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান
৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৭ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
১ ঘণ্টা আগে