Ajker Patrika

হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৬

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১: ২৮
হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাকির (৩৫), ছোট নাসির (২৮), বড় নাসির (৩২), মাসুদ (২৫), মারফত আলী (৭৫) ও কানু মিয়া (৫৫)।

জানা যায়, বিকেলে সদর উপজেলার মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন জাকির মিয়ার হাঁসের খামার থেকে স্থানীয় আব্দুল মওলা হাঁস ও ডিম চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জাকিরের সঙ্গে মওলার বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় মওলা আরও কয়েকজন নিয়ে জাকির মিয়ার ওপর হামলা করেন। এ সময় জাকিরকে বাঁচাতে গিয়ে ছোট নাসির ও বড় নাসিরসহ আরোও ৬ জন আহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, হাঁস ও ডিম নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত