Ajker Patrika

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক সান্টু রিমান্ডে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮: ১০
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক সান্টু রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কারখানা পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম কামরুন নাহার রুমীর আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালত পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ। তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন জিজ্ঞাসাবাদের জন্য শিল্পপতি সান্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে সীমা অক্সিজেন কারখানার পরিচালক সান্টুকে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প-পুলিশ তদন্ত করছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার দুই নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে। আজ তাঁদের রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।’

ওসি আরও বলেন, ‘বিস্ফোরণে বিধ্বস্ত ওই কারখানার প্ল্যান্টে অক্সিজেন সিলিন্ডার রাখার অনুমোদন ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেখানে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ব্যাপক পরিমাণে অননুমোদিত কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডার মজুত করে রেখেছিল। অনিয়মের এখানেই শেষ নয়, কারখানাটিতে ছিল না অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। কারখানা চালুর পর কখনো হয়নি অগ্নিনির্বাপণ মহড়া। পাশাপাশি কারখানাটির লাইসেন্স আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।’

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। দায়িত্বে অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগ এনে ঘটনার ৫৫ ঘণ্টা পর গত শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

এ ছাড়াও গত সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক, সীমা অক্সিজেন কারখানার তিন মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। 

অন্যদিকে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ৯ সুপারিশসহ জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত