Ajker Patrika

সাংবাদিককে তিনতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০: ১৮
সাংবাদিককে তিনতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় কাটার সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক আইয়ুব মিয়াজীকে পিটিয়ে তৃতীয় তলা থেকে নিচে ফেলে আহত করার ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। আজ সোমবার রাজধানীর কমলাপুরের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোহাজারী এলাকার আব্দুল মোনাফের ছেলে আলাউদ্দিন (৩৫) ও পূর্ব দোহাজারী এলাকার আবদুল সবুরের ছেলে মো. ফারুক (২৬)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো আসামিদের পাই নাই। আসামিদের থানায় হস্তান্তর করা হলে তাদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।’ 

এর আগে ৪ এপ্রিল চন্দনাইশে সাংবাদিক আইয়ুম মিয়াজীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে গিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করার একপর্যায়ে তাঁকে তৃতীয় তলা থেকে নিচে ফেলে দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর বাবা আব্দুর শুক্কুর বাদী হয়ে আলাউদ্দিন ও ফারুককে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত