Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার সংস্কারকাজ, হাতেই উঠে যাচ্ছে পিচ

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সড়কের পিচ উঠে আসছে। ছবি: আজকের পত্রিকা
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সড়কের পিচ উঠে আসছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শুরুর মাত্র দুদিন পরেই পিচ কার্পেটিংয়ের আস্তরণে হাত দিলেই উঠে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু হাইস্কুল মোড় থেকে বিজয় মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের সংস্কারকাজ পায় মেসার্স অনিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী গোলাম নাদিম এবং পরিচালনায় আছেন গোলাম কিবরিয়া টনিক। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২৫০ মিটার রাস্তার কাজ শেষ করেছে। বাকি রয়েছে ২৫০ মিটার সড়কের কাজ।

জানা গেছে, ২২ সেপ্টেম্বর স্থানীয়রা সড়ক সংস্কারকাজের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। সে সময় সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আবু সায়েম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই হাত দিয়ে রাস্তার পিচ কার্পেটিং উঠিয়ে দেখিয়েছেন স্থানীয়রা। এতে স্থানীয়দের সঙ্গে প্রকৌশলী ও ঠিকাদারের বাগ্‌বিতণ্ডা হয় এবং বাকি ২৫০ মিটার কাজ না করেই কাজ বন্ধ করে দেন ঠিকাদার।

ঠিকাদার গোলাম কিবরিয়া টনিক বলেন, ‘স্থানীয়রা শুরু থেকেই নানা আবদার করছিল। আমি শুরু থেকেই বলেছি, শিডিউল অনুযায়ী কাজ হবে। ৬ দিনে ২ হাজার ২৫০ মিটার কার্পেটিং শেষ করেছি। বাকি ২৫০ মিটার কাজ করতে গেলে তাঁরা বলেন, ৩ ইঞ্চি পিচ দিতে হবে। আমি জানাই, শিডিউলে ১ ইঞ্চির কথা বলা আছে, তা-ও কিছুটা বাড়িয়ে দেব। কিন্তু তারা ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এখন যেসব জায়গার পিচ উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে কাজ করতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানি। ঘটনাস্থলে গিয়ে আমিসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তদন্ত করে দেখব। তারপর বিস্তারিত জানাতে পারব।’

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঢাকায় মিটিংয়ে আছি।’ রাস্তার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা, হাসিনা সবচেয়ে অজনপ্রিয়: জরিপ

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত