চাঁদপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে তিন নদীর মোহনায় অবস্থিত বড়স্টেশন মোলহেড এলাকায় ভিড় করছেন পর্যটকেরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা।
মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মার মোহনায় গড়ে উঠেছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি।
ঈদের দিন বিকেল থেকে আজ শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। আবার কেউ ট্রলারে করে মিনি কক্সবাজার নামে পরিচিত মেঘনার বালুচরে ঘুরতে যাচ্ছেন।
ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। এই জায়গা আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক খুশি হয়েছে।’
লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত আক্তার বলেন, ‘স্বামীকে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড়। কিন্তু তার মধ্যেও এখানে এসে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে অনেক আনন্দ পেয়েছি আমরা।’
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি ঘটে। এসব পর্যটনকেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন পর্যটকও যাতে হয়রানি শিকার না হন, বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে তিন নদীর মোহনায় অবস্থিত বড়স্টেশন মোলহেড এলাকায় ভিড় করছেন পর্যটকেরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা।
মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মার মোহনায় গড়ে উঠেছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি।
ঈদের দিন বিকেল থেকে আজ শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। আবার কেউ ট্রলারে করে মিনি কক্সবাজার নামে পরিচিত মেঘনার বালুচরে ঘুরতে যাচ্ছেন।
ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। এই জায়গা আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক খুশি হয়েছে।’
লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত আক্তার বলেন, ‘স্বামীকে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড়। কিন্তু তার মধ্যেও এখানে এসে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে অনেক আনন্দ পেয়েছি আমরা।’
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি ঘটে। এসব পর্যটনকেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন পর্যটকও যাতে হয়রানি শিকার না হন, বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।’
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৭ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
৩০ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৬ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে