Ajker Patrika

আখাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ইছন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকায় ও ঘটনা ঘটে। ওই বৃদ্ধ একই এলাকার মৃত আছু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে পাশের অবস্থানরত তাঁর ছোট ভাই মৃত সেলিম মিয়ার নতুন টিন সেট ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বেলা ১২টার দিকে জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে আখাউড়া থানায় নিয়ে যায়। 

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক জানান, প্রাথমিকভাবে ধারণা পারিবারিক কলহের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করতে পারে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, ইছন মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

ট্রাম্প, ইউনূস ও শাহবাজের মুখের আদলে অসুর—কী বোঝাতে চাইল পশ্চিমবঙ্গের মণ্ডপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত