ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে দলের স্থানীয় তিন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার শহরের কান্দিপাড়ায় নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার কাউন্সিলরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
এর আগে ঘোষিত নতুন কমিটির সদস্যরা জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীমের কান্দিপাড়া বাড়িতে শুভেচ্ছা জানাতে যান। খবর পেয়ে পদবঞ্চিতরা ওই বাড়িতে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির পেছন দিয়ে কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শাহীনুর রহমান শাহিনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়।
কমিটির ঘোষণার পর থেকে শহরের পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে আজ শুক্রবার জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল, সদস্যসচিব মহসিন মিয়া ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমানের নেতৃত্বে শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে তাঁরা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার কাউন্সিলরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীমের কান্দিপাড়া বাড়িতে শুভেচ্ছা জানাতে যান ঘোষিত কমিটির সদস্যরা। খবর পেয়ে পদবঞ্চিতরা ওই বাড়িতে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির পেছন দিয়ে কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন।
জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘কান্দিপাড়ার দক্ষিণ দিকের পুকুর পাড় থেকে একদল ছেলে এসে আমার বাড়ির ফটকে হামলা চালায়। তারা ফটক ভাঙার চেষ্টা করে। তারা কেন এমন করল বুঝতে পারছি না।’
ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যারা সরকারবিরোধী আন্দোলনে চালিয়ে যাচ্ছেন এবং হয়রানিমূলক মামলা খেয়েছেন তাঁদের বাদ দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমেদের অনুসারীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে একজন চিহ্নিত মাদক কারবারিকে। অথচ মাঠের কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছে।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কান্দিপাড়ার বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলার বিষয়ে জানতে পেরেছি। এগুলো তাঁদের রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয়ে তাঁরা আমাদের সহযোগিতা চাননি।’
ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে দলের স্থানীয় তিন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার শহরের কান্দিপাড়ায় নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীন ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার কাউন্সিলরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
এর আগে ঘোষিত নতুন কমিটির সদস্যরা জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীমের কান্দিপাড়া বাড়িতে শুভেচ্ছা জানাতে যান। খবর পেয়ে পদবঞ্চিতরা ওই বাড়িতে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির পেছন দিয়ে কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শাহীনুর রহমান শাহিনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়।
কমিটির ঘোষণার পর থেকে শহরের পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে আজ শুক্রবার জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল, সদস্যসচিব মহসিন মিয়া ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমানের নেতৃত্বে শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে তাঁরা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার কাউন্সিলরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীমের কান্দিপাড়া বাড়িতে শুভেচ্ছা জানাতে যান ঘোষিত কমিটির সদস্যরা। খবর পেয়ে পদবঞ্চিতরা ওই বাড়িতে দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় বাড়ির পেছন দিয়ে কমিটির সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করেন।
জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘কান্দিপাড়ার দক্ষিণ দিকের পুকুর পাড় থেকে একদল ছেলে এসে আমার বাড়ির ফটকে হামলা চালায়। তারা ফটক ভাঙার চেষ্টা করে। তারা কেন এমন করল বুঝতে পারছি না।’
ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যারা সরকারবিরোধী আন্দোলনে চালিয়ে যাচ্ছেন এবং হয়রানিমূলক মামলা খেয়েছেন তাঁদের বাদ দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা কবির আহমেদের অনুসারীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে একজন চিহ্নিত মাদক কারবারিকে। অথচ মাঠের কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছে।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কান্দিপাড়ার বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলার বিষয়ে জানতে পেরেছি। এগুলো তাঁদের রাজনৈতিক অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয়ে তাঁরা আমাদের সহযোগিতা চাননি।’
রংপুর বিভাগজুড়ে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি পশু জবাই করা হচ্ছে। কিন্তু এসব পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। বিভাগে ১ হাজার ৩০৩টি হাট-বাজার রয়েছে, তবে কোথাও নেই আধুনিক কসাইখানা বা ভেটেরিনারি সার্জনের উপস্থিতি।
৪ ঘণ্টা আগেচারদিকে ঝোপঝাড়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। নেই টিউবওয়েল। এ দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার প্রতিপাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে। বর্তমানে সেখানকার ২৮ ঘরই তালাবদ্ধ। বারান্দায় খড়, লাকড়ি স্তূপ করে রাখা। কোথাও ধরেছে ফাটল, কোথাও দেখা দিয়েছে ভাঙন। অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমিহীনদের ঘর বরাদ্দ না দিয়ে বাইরের...
৪ ঘণ্টা আগেজনবলসংকট, যন্ত্রপাতির অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সরকারি এ হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও রোগীরা। এদিকে চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালটিতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে...
৪ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রাতে আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত...
৪ ঘণ্টা আগে