পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ বরগুনার পাথরঘাটার নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়েজিদের মরদেহ এবং ছয় দিন পর আজ বুধবার সকাল ৯টায় ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল ৯টার দিকে বায়জিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা শেষে খবর আসে জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। গভীর বঙ্গোপসাগর থেকে মরদেহটি বাড়ির ঘাটের পাশে চলে আসার আশ্চর্যজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে বায়জিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা চলছিল। জানাজা শেষে কালাম নামে এক জেলে খবর দেন, জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।’
জেলে আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে জাল ফেলে জানাজায় অংশ নেওয়ার জন্য আসার পথে ইউসুফের মরদেহটি ভাসতে দেখি। এরপর লাশটি টেনে চড়ে উঠিয়ে রেখে দৌড়ে এসে দেখি জানাজা শুরু হয়েছে গেছে। এরপর জানাজা শেষে বিষয়টি আমি জানাই।’
স্থানীয় জেলেরা বলেন, নদীতে থাকা মরদেহ কোনো না কোনোভাবে চরে অথবা জনসম্মুখে এনে দেন। তবে বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরের ঘটনা এভাবে বাড়ির কাছে নিয়ে আসার অলৌকিক ঘটনা এই প্রথম।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৩) ও আমিন ব্যাপারীর ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়।
নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজারসদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার গত চার দিন নদীতে তল্লাশি করছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বুধবার বায়েজিদের জানাজার সময় অপর জেলেকে জানাজাস্থলের পাশেই ভাসতে দেখে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেরা নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে পাথরঘাটা থানার পুলিশ যোগাযোগ রক্ষা করে আসছে। এখন নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ বরগুনার পাথরঘাটার নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়েজিদের মরদেহ এবং ছয় দিন পর আজ বুধবার সকাল ৯টায় ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল ৯টার দিকে বায়জিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা শেষে খবর আসে জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। গভীর বঙ্গোপসাগর থেকে মরদেহটি বাড়ির ঘাটের পাশে চলে আসার আশ্চর্যজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে বায়জিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা চলছিল। জানাজা শেষে কালাম নামে এক জেলে খবর দেন, জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।’
জেলে আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে জাল ফেলে জানাজায় অংশ নেওয়ার জন্য আসার পথে ইউসুফের মরদেহটি ভাসতে দেখি। এরপর লাশটি টেনে চড়ে উঠিয়ে রেখে দৌড়ে এসে দেখি জানাজা শুরু হয়েছে গেছে। এরপর জানাজা শেষে বিষয়টি আমি জানাই।’
স্থানীয় জেলেরা বলেন, নদীতে থাকা মরদেহ কোনো না কোনোভাবে চরে অথবা জনসম্মুখে এনে দেন। তবে বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরের ঘটনা এভাবে বাড়ির কাছে নিয়ে আসার অলৌকিক ঘটনা এই প্রথম।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৩) ও আমিন ব্যাপারীর ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়।
নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজারসদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার গত চার দিন নদীতে তল্লাশি করছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বুধবার বায়েজিদের জানাজার সময় অপর জেলেকে জানাজাস্থলের পাশেই ভাসতে দেখে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেরা নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে পাথরঘাটা থানার পুলিশ যোগাযোগ রক্ষা করে আসছে। এখন নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়।
৮ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগে