বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাপ্পি সরদার নামের এক ব্যক্তির বড়শিতে এটি ধরা পড়ে। মাছটি বর্তমানে দীঘির জলেই জিইয়ে রাখা হয়েছে।
বাপ্পি সরদার জানান, তাঁর বাড়ি বরগুনার কলেজ রোড এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘিতে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ তাঁর কয়েক বন্ধু। রাত ১১টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাছটি তুলতে সক্ষম হন তিনি। খবর পেয়ে দীঘির পাড়ে হাজির হন তাঁর বন্ধুরা। পরে তাঁদের সহায়তায় মাছটি কিনারে তোলা হয়। এরপর দেখতে পান বড় আকৃতির একটি কাতলা মাছ। মাছটির আনুমানিক ওজন ৩০ কেজির ওপরে।
আজ শুক্রবার সন্ধ্যায় দুই দিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি তুলে কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সবাই দীঘির পাড়ে চলে আসেন। মাছটি তীরে তোলার পর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। গত বছর ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে।
স্থানীয় ব্যবসায়ী বাপ্পি সরদার বলেন, ‘এত বড় কাতলা মাছ আর কখনো আমার বড়শিতে আটকা পড়েনি। মাছটি বড়শিতে বিঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তীরে তোলার পর মাছটি দেখে খুবই আনন্দিত লাগছে।'
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাপ্পি সরদার নামের এক ব্যক্তির বড়শিতে এটি ধরা পড়ে। মাছটি বর্তমানে দীঘির জলেই জিইয়ে রাখা হয়েছে।
বাপ্পি সরদার জানান, তাঁর বাড়ি বরগুনার কলেজ রোড এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘিতে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ তাঁর কয়েক বন্ধু। রাত ১১টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাছটি তুলতে সক্ষম হন তিনি। খবর পেয়ে দীঘির পাড়ে হাজির হন তাঁর বন্ধুরা। পরে তাঁদের সহায়তায় মাছটি কিনারে তোলা হয়। এরপর দেখতে পান বড় আকৃতির একটি কাতলা মাছ। মাছটির আনুমানিক ওজন ৩০ কেজির ওপরে।
আজ শুক্রবার সন্ধ্যায় দুই দিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি তুলে কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সবাই দীঘির পাড়ে চলে আসেন। মাছটি তীরে তোলার পর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। গত বছর ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে।
স্থানীয় ব্যবসায়ী বাপ্পি সরদার বলেন, ‘এত বড় কাতলা মাছ আর কখনো আমার বড়শিতে আটকা পড়েনি। মাছটি বড়শিতে বিঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তীরে তোলার পর মাছটি দেখে খুবই আনন্দিত লাগছে।'
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে