Ajker Patrika

করোনায় বরিশাল বিভাগে কমেছে আক্রান্তের সংখ্যা

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ৩০
করোনায় বরিশাল বিভাগে কমেছে আক্রান্তের সংখ্যা

বরিশাল: বরিশাল বিভাগে ২৪ ঘণ্টার ব্যবধানে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৮৬৮। এ দিন কেউ মৃত্যুবরণ করেননি। আজ শনিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ ছাড়া বরিশালে নতুন করে সুস্থ হয়েছেন ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছিলেন ৩৭ জন। নতুনদের নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থতা লাভ করা মোট রোগীর সংখ্যা এখন ১৪ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১২১ জনের। 
 
বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ৩৮ জন। পটুয়াখালীতে নতুন করে শনাক্ত না হলেও সুস্থ হয়েছেন ৪ জন, ভোলায় শনাক্ত ২, সুস্থ ৭ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ২৬, সুস্থতা লাভ করেছেন ১১ জন। অপরদিকে বরগুনায় ৭ এবং ঝালকাঠিতে ২৬ জন ব্যক্তির নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 
 
প্রসঙ্গগত, বরিশালে এখন পর্যন্ত ২৯৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত