Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীসহ ৬ জনকে জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭: ৩৮
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীসহ ৬ জনকে জরিমানা

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী ইফতেকার হাসানসহ ছয়জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাঁদের এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ৩০ হাজার টাকাসহ ছয়জনকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মেয়র প্রার্থী নাজমুল আহসান খান ও মতিয়ার রহমানের সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে আসছিলেন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালান।

এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ৩০ হাজার টাকা এবং অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমানের এক সমর্থককে ২০ হাজার টাকা ও মেয়র প্রার্থী নাজমুল আহসান খানের এক সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রায় হেলমেট ব্যবহার না করায় মেয়র প্রার্থী মতিয়ার রহমানের তিনজন সমর্থককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে প্রশাসনের লোকজন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত