Ajker Patrika

পাথরঘাটায় নিখোঁজের সাড়ে ৫ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় নিখোঁজের সাড়ে ৫ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার 

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর-বিষখালী ভাড়ানি খালে ট্রলারের ধাক্কায় খালে পড়ে নিখোঁজ হওয়া জেলে মনির হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর তিনটার দিকে পাথরঘাটা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা খালের লঞ্চঘাটে এলাকায় নিখোঁজ হয় জেলে মনির। তিনি নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলার চকবাজার এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফোয়ান-১ ট্রলারের জেলে ছিলেন মনির। 

নিহত মনিরের চাচাশ্বশুর ও ওই ট্রলারের স্টাফ ইসমাইল হোসেন বলেন, ‘পাথরঘাটা লঞ্চঘাটে আমাদের নোঙর করা ট্রলারে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এ সময় আমাদের ট্রলারের সুকানি ছুটে গিয়ে মনিরের গায়ে পড়ে। এতে মনির ছিটকে খালে পড়ে তলিয়ে যায়।’ 

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা খালে উদ্ধারকাজ শুরু করে। খালের চারটি পয়েন্টে জাল ফেলে আটকে দেওয়া হয়েছিল, যাতে দেহটি ভেসে যেতে না পারে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ছিলেন। প্রথমে স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছিল। পরে একটি ডুবুরি দল এসে মনিরের মরদেহ উদ্ধার করে।’ 

তিনি জানান, লাশ পুলিশের হেফাজতে আছে। পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত