Ajker Patrika

আহত ৯ জেলেসহ ডাকাতির শিকার ট্রলার উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আহত ৯ জেলেসহ ডাকাতির শিকার ট্রলার উদ্ধার

বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া বিকল ট্রলার ও ট্রলারে থাকা আহত নয় জেলের সন্ধান মিলেছে। তবে আরও নয় জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

আজকের পত্রিকাকে মোস্তফা চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ট্রলারের মাঝি শফিক, কাইয়ুম জোয়াদ্দার, ইয়াসিন জোয়াদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল হাই, আব্দুল আলীম ও ফরিদ মিয়া ও খোকনকে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এদের মধ্যে খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পরে যায়। ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে বাকি ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।’ 

‘যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বিকেল সাড়ে ৪টার দিকে ফোনে খবর পায় মালিক সমিতি। পরে বিকল ট্রলার ও জেলেদের উদ্ধারে একটি ট্রলার পাঠানো। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকল ট্রলার ও নয় জেলের সন্ধান মিলে। উদ্ধার নয় জেলেকে রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’ 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাশিদা তানজুম হেনা বলে, ‘রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় নয় জেলেকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মধু ও আব্দুল হক নামে দুই জেলের অবস্থা গুরুতর হওয়ায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঘটনার বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, ‘বঙ্গোপসাগর ডাকাতির খবর শুনেছি। ট্রলার মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত