Ajker Patrika

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্তসহ ৯ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ১০
শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্তসহ ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল, করোনা লক্ষণ নিয়ে ৬ জন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। সবার করোনা পরীক্ষার নমুনা আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হাসপাতাল থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ২৮ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১০ জনকে। বর্তমানে হাসপাতালটির আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন। যাদের মধ্যে ৩৯ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ১০৩ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৪ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৯০৬ জন।

এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৭৯ জন আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। পরীক্ষার জন্য ল্যাবে রয়েছে মৃত্যুবরণকারী ২১ জনের নমুনা। সব মিলে হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৫৩৬ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত