Ajker Patrika

ধর্ষকদের মৃত্যুদণ্ড চায় ধর্ষণবিরোধী মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে বরিশালে ধর্ষণবিরোধী মঞ্চের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে বরিশালে ধর্ষণবিরোধী মঞ্চের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ সারা দেশের সব ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ।

গতকাল রোববার রাতে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে করে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। এ সময় তাঁরা মাগুরার শিশুটির ধর্ষণে অভিযুক্তদের দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি জানান। ধর্ষকদের বিচার না করা হলে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের মতো আবার আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

এদিকে নারীদের জন্য নিরাপদ রাষ্ট্র চেয়ে রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত