Ajker Patrika

বরিশালে শীতের মধ্যেই থেমে থেমে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০: ১০
বৃষ্টি ও শীত উপেক্ষা করে গন্তব্যে যাচ্ছেন দুই তরুণ। ছবি: সংগৃহীত
বৃষ্টি ও শীত উপেক্ষা করে গন্তব্যে যাচ্ছেন দুই তরুণ। ছবি: সংগৃহীত

বরিশালে গতকাল শুক্রবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বেড়েছে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়ার এ পরিবর্তন দেখা দিয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, শীত ও বর্ষার মধ্যে আবহাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। গতকাল শুক্রবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাত হয়। এরপর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।

মাসুদ রানা রুবেল আরও বলেন, সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়া এ বৃষ্টি সামনে আরও এক থেকে দুদিন হতে পারে।

অপরদিকে থেমে থেমে বৃষ্টিতে শীতের মাত্রা বৃদ্ধিতে নগরবাসীর জীবনযাত্রায় কিছুটা ছেদ পড়েছে। অর্ধবেলা পার হলেও সূর্যের দেখা নেই বলে শীত যেন জেঁকে বসেছে বরিশালে। এদিকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ তেমন একটা বাইরে বের হচ্ছেন না। স্বাভাবিক সময়ে যানজটের রাস্তাগুলো অনায়াসে পার হচ্ছেন যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত