Ajker Patrika

বানারীপাড়ায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে কারাদণ্ড প্রদান

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে কারাদণ্ড প্রদান

বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ নিধনের অপরাধে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-সনাতন মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডল (২৮), নীল কান্ত পাড়ের ছেলে হিরো লাল (২৬), রাধব হালদারের ছেলে রমেশ হালদার (২৬), কার্তিক চন্দ্র বাইড়ির ছেলে যতিন বাইড়ি (৪৫), মো. মজিদ ব্যাপারীর ছেলে আব্দুর রহমান (৩৩), রঞ্জন দেউড়ির ছেলে তপন দেউড়ি (৩৪), কৃষ্ণ কান্ত বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৩২) ও সতিন বৈরীর ছল মিঠুন বৈরী (৩০)। একজনের পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, মা ইলিশ রক্ষায় আজ সকাল থেকে যৌথ অভিযান পরিচালনা করে ওই ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মা ইলিশ রক্ষায় অব্যাহত এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। 
 
উল্লেখ্য, বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে গতকাল রোববার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ আহরণ, মজুত, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত