দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে পাল্টাপাল্টি মিছিলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের নেতা সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুমকি সরকারি জনতা কলেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ছাত্র আবু সুফিয়ান ও প্রথম বর্ষে আবু নাইম হাওলাদার। তারা ছাত্রলীগের সমর্থক বলে জানা গেছে।
এ বিষয় কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (রোববার) দুমকি সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। এ সময় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে গেটে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে ছাত্রদল মিছিল নিয়ে কলেজে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ গেটে তাদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু এ ঘটনায় আমাদের দু’জন নেতা কর্মী আহত হয়েছেন, তাই দুমকি থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি সদর হাসপাতালে ভর্তি আছি।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।’
পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজে পাল্টাপাল্টি মিছিলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের নেতা সৈয়দ শাহরিয়ার শাহাদাতকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুমকি সরকারি জনতা কলেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ছাত্র আবু সুফিয়ান ও প্রথম বর্ষে আবু নাইম হাওলাদার। তারা ছাত্রলীগের সমর্থক বলে জানা গেছে।
এ বিষয় কলেজের অধ্যক্ষ আ. লতিফ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে সংঘর্ষ হয়েছে। তবে কে বা কারা আহত হয়েছে তা আমার জানা নেই।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (রোববার) দুমকি সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। এ সময় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে গেটে অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে ছাত্রদল মিছিল নিয়ে কলেজে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ গেটে তাদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু এ ঘটনায় আমাদের দু’জন নেতা কর্মী আহত হয়েছেন, তাই দুমকি থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে কলেজ গেটে গেলে ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পরবর্তীতে নতুন বাজার এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীরা আমার ওপরেও হামলা করে। বর্তমানে আমি সদর হাসপাতালে ভর্তি আছি।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতাকে আটক করি।’
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে