Ajker Patrika

বরিশাল মহানগর

দুই ভাগে বিভক্ত বিএনপির আহ্বায়ক কমিটি

  • ইফতার আয়োজন নিয়েও বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে।
  • সাবেক পদধারীরা এবার পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন।
খান রফিক, বরিশাল 
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭: ৪৯
দুই ভাগে বিভক্ত বিএনপির আহ্বায়ক কমিটি

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ৪২ জনের এই কমিটি সাম্প্রতিক সময়ে সবকিছুই পৃথকভাবে করে আসছে। এবার ইফতার আয়োজন নিয়ে পক্ষ দুটির বিরোধ আরও স্পষ্টভাবে প্রকাশ হয়ে পড়েছে। গতকাল সোমবার ইফতারবিষয়ক সভায় যাননি আহ্বায়ক ও সদস্যসচিববিরোধী একটি বড় অংশ। তাঁরা পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানিয়ে দিয়েছেন। এ ছাড়া বর্তমান কমিটির বাইরে থাকা সাবেক পদধারীরাও পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর কমিটিতে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারবিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। কয়েক দিন আগে আহ্বায়ক ও সদস্যসচিব ঘোষণা দেন, নগরের ৩০টি ওয়ার্ডকে পাঁচটি জোনে ভাগ করে ইফতার অনুষ্ঠান করা হবে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি নেত্রী নাসরিন ও তাঁর অনুসারীরা জানান, তাঁদের মতামত না নিয়ে আহ্বায়ক ও সদস্যসচিব এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দলীয় কার্যালয়ে পুনরায় সভা ডাকেন আহ্বায়ক ও সদস্যসচিব।

সভা সূত্র বলেছে, কমিটির ৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে মাত্র দুজন এবং ১২ জন সদস্য সভায় অংশ নেন। এরপরও ওই সভায় পাঁচটি জোনে পাঁচটি ইফতার অনুষ্ঠান করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। বিরোধীদের দাবি, সভায় কোরাম হয়নি, তাই ওই সভার কোনো সিদ্ধান্ত বৈধ নয়।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু বলেন, পাঁচটি স্থানে ইফতারের সিদ্ধান্ত বাতিল না করায় তাঁরা গতকালের সভায় যাননি। ওয়ার্ড কমিটিগুলো কুক্ষিগত করার জন্য আহ্বায়ক ও সদস্যসচিব কৌশলে দল চালাচ্ছেন বলেও অভিযোগ করেন জহিরুল।

নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আহ্বায়ক ও সদস্যসচিবের ইফতারে তাঁরা থাকবেন না। ওয়ার্ড নেতাদের নিয়ে তাঁরা পৃথক ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। নাসরিনের অভিযোগ, ইফতার অনুষ্ঠানের জন্য প্রতিটি ওয়ার্ড নেতাদের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নিচ্ছেন আহ্বায়ক ও সদস্যসচিব।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সভায় কারা এলেন না, তাতে কিছু যায় আসে না। অনেকের ব্যস্ততা থাকায় স্বাক্ষর দিয়ে চলে গেছেন। ৩০টি ওয়ার্ড পাঁচটি জোনে ভাগ করে পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানান ফারুক।

এদিকে পদবঞ্চিত আরও দুটি গ্রুপ মহানগর কমিটির বিরুদ্ধে সক্রিয়। এর মধ্যে একটি গ্রুপ দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারপন্থী হিসেবে পরিচিত। অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিগত কমিটির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম।

সরোয়ারপন্থী সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর জানান, তাঁরা একটি ইফতার অনুষ্ঠান করবেন। তবে তারিখ চূড়ান্ত হয়নি। মীর জাহিদুল বলেন, মহানগর কমিটির অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ করা হয় না। তাই বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে পৃথক ইফতার অনুষ্ঠান করবেন তাঁরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত