বরিশাল মহানগর
খান রফিক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ৪২ জনের এই কমিটি সাম্প্রতিক সময়ে সবকিছুই পৃথকভাবে করে আসছে। এবার ইফতার আয়োজন নিয়ে পক্ষ দুটির বিরোধ আরও স্পষ্টভাবে প্রকাশ হয়ে পড়েছে। গতকাল সোমবার ইফতারবিষয়ক সভায় যাননি আহ্বায়ক ও সদস্যসচিববিরোধী একটি বড় অংশ। তাঁরা পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানিয়ে দিয়েছেন। এ ছাড়া বর্তমান কমিটির বাইরে থাকা সাবেক পদধারীরাও পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর কমিটিতে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারবিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। কয়েক দিন আগে আহ্বায়ক ও সদস্যসচিব ঘোষণা দেন, নগরের ৩০টি ওয়ার্ডকে পাঁচটি জোনে ভাগ করে ইফতার অনুষ্ঠান করা হবে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি নেত্রী নাসরিন ও তাঁর অনুসারীরা জানান, তাঁদের মতামত না নিয়ে আহ্বায়ক ও সদস্যসচিব এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দলীয় কার্যালয়ে পুনরায় সভা ডাকেন আহ্বায়ক ও সদস্যসচিব।
সভা সূত্র বলেছে, কমিটির ৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে মাত্র দুজন এবং ১২ জন সদস্য সভায় অংশ নেন। এরপরও ওই সভায় পাঁচটি জোনে পাঁচটি ইফতার অনুষ্ঠান করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। বিরোধীদের দাবি, সভায় কোরাম হয়নি, তাই ওই সভার কোনো সিদ্ধান্ত বৈধ নয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু বলেন, পাঁচটি স্থানে ইফতারের সিদ্ধান্ত বাতিল না করায় তাঁরা গতকালের সভায় যাননি। ওয়ার্ড কমিটিগুলো কুক্ষিগত করার জন্য আহ্বায়ক ও সদস্যসচিব কৌশলে দল চালাচ্ছেন বলেও অভিযোগ করেন জহিরুল।
নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আহ্বায়ক ও সদস্যসচিবের ইফতারে তাঁরা থাকবেন না। ওয়ার্ড নেতাদের নিয়ে তাঁরা পৃথক ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। নাসরিনের অভিযোগ, ইফতার অনুষ্ঠানের জন্য প্রতিটি ওয়ার্ড নেতাদের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নিচ্ছেন আহ্বায়ক ও সদস্যসচিব।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সভায় কারা এলেন না, তাতে কিছু যায় আসে না। অনেকের ব্যস্ততা থাকায় স্বাক্ষর দিয়ে চলে গেছেন। ৩০টি ওয়ার্ড পাঁচটি জোনে ভাগ করে পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানান ফারুক।
এদিকে পদবঞ্চিত আরও দুটি গ্রুপ মহানগর কমিটির বিরুদ্ধে সক্রিয়। এর মধ্যে একটি গ্রুপ দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারপন্থী হিসেবে পরিচিত। অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিগত কমিটির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম।
সরোয়ারপন্থী সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর জানান, তাঁরা একটি ইফতার অনুষ্ঠান করবেন। তবে তারিখ চূড়ান্ত হয়নি। মীর জাহিদুল বলেন, মহানগর কমিটির অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ করা হয় না। তাই বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে পৃথক ইফতার অনুষ্ঠান করবেন তাঁরাও।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ৪২ জনের এই কমিটি সাম্প্রতিক সময়ে সবকিছুই পৃথকভাবে করে আসছে। এবার ইফতার আয়োজন নিয়ে পক্ষ দুটির বিরোধ আরও স্পষ্টভাবে প্রকাশ হয়ে পড়েছে। গতকাল সোমবার ইফতারবিষয়ক সভায় যাননি আহ্বায়ক ও সদস্যসচিববিরোধী একটি বড় অংশ। তাঁরা পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানিয়ে দিয়েছেন। এ ছাড়া বর্তমান কমিটির বাইরে থাকা সাবেক পদধারীরাও পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর কমিটিতে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারবিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। কয়েক দিন আগে আহ্বায়ক ও সদস্যসচিব ঘোষণা দেন, নগরের ৩০টি ওয়ার্ডকে পাঁচটি জোনে ভাগ করে ইফতার অনুষ্ঠান করা হবে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি নেত্রী নাসরিন ও তাঁর অনুসারীরা জানান, তাঁদের মতামত না নিয়ে আহ্বায়ক ও সদস্যসচিব এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দলীয় কার্যালয়ে পুনরায় সভা ডাকেন আহ্বায়ক ও সদস্যসচিব।
সভা সূত্র বলেছে, কমিটির ৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে মাত্র দুজন এবং ১২ জন সদস্য সভায় অংশ নেন। এরপরও ওই সভায় পাঁচটি জোনে পাঁচটি ইফতার অনুষ্ঠান করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। বিরোধীদের দাবি, সভায় কোরাম হয়নি, তাই ওই সভার কোনো সিদ্ধান্ত বৈধ নয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু বলেন, পাঁচটি স্থানে ইফতারের সিদ্ধান্ত বাতিল না করায় তাঁরা গতকালের সভায় যাননি। ওয়ার্ড কমিটিগুলো কুক্ষিগত করার জন্য আহ্বায়ক ও সদস্যসচিব কৌশলে দল চালাচ্ছেন বলেও অভিযোগ করেন জহিরুল।
নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আহ্বায়ক ও সদস্যসচিবের ইফতারে তাঁরা থাকবেন না। ওয়ার্ড নেতাদের নিয়ে তাঁরা পৃথক ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। নাসরিনের অভিযোগ, ইফতার অনুষ্ঠানের জন্য প্রতিটি ওয়ার্ড নেতাদের কাছ থেকে ৪০ হাজার টাকা করে নিচ্ছেন আহ্বায়ক ও সদস্যসচিব।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সভায় কারা এলেন না, তাতে কিছু যায় আসে না। অনেকের ব্যস্ততা থাকায় স্বাক্ষর দিয়ে চলে গেছেন। ৩০টি ওয়ার্ড পাঁচটি জোনে ভাগ করে পৃথকভাবে ইফতার অনুষ্ঠান করবেন বলে জানান ফারুক।
এদিকে পদবঞ্চিত আরও দুটি গ্রুপ মহানগর কমিটির বিরুদ্ধে সক্রিয়। এর মধ্যে একটি গ্রুপ দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারপন্থী হিসেবে পরিচিত। অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিগত কমিটির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম।
সরোয়ারপন্থী সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর জানান, তাঁরা একটি ইফতার অনুষ্ঠান করবেন। তবে তারিখ চূড়ান্ত হয়নি। মীর জাহিদুল বলেন, মহানগর কমিটির অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ করা হয় না। তাই বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের নিয়ে পৃথক ইফতার অনুষ্ঠান করবেন তাঁরাও।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে