পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক গতকাল সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কমিটি বিলুপ্তের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করেন পাথরঘাটা কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী। এর পরপরই আবার পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
পদবঞ্চিত পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরাফাত রহমান ওভি জানান, দীর্ঘদিন যাঁরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, তাঁদের বাদ দিয়ে ছাত্রলীগের সঙ্গে সখ্যতা রেখে চলা লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাঁরা এত দিন রাজপথে ছিলেন, তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান তিনি।
অপরদিকে সদ্যঘোষিত কমিটির সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। সদ্যঘোষিত কমিটির সবাই রাজপথের ত্যাগী যোদ্ধা।’ তিনি বলেন, ‘সবাইকে তো আর পদ-পদবি দেওয়া সম্ভব নয়। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।’
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ‘ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যেহেতু বিএনপি একটি বৃহত্তর সংগঠন, একটু টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। আমরা উভয়কেই শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা-পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকেই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। কোনো ধরনের সহিংসতার ছাড়াই উভয় পক্ষের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক গতকাল সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কমিটি বিলুপ্তের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করেন পাথরঘাটা কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী। এর পরপরই আবার পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
পদবঞ্চিত পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরাফাত রহমান ওভি জানান, দীর্ঘদিন যাঁরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, তাঁদের বাদ দিয়ে ছাত্রলীগের সঙ্গে সখ্যতা রেখে চলা লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাঁরা এত দিন রাজপথে ছিলেন, তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান তিনি।
অপরদিকে সদ্যঘোষিত কমিটির সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। সদ্যঘোষিত কমিটির সবাই রাজপথের ত্যাগী যোদ্ধা।’ তিনি বলেন, ‘সবাইকে তো আর পদ-পদবি দেওয়া সম্ভব নয়। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।’
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ‘ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যেহেতু বিএনপি একটি বৃহত্তর সংগঠন, একটু টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। আমরা উভয়কেই শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা-পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকেই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। কোনো ধরনের সহিংসতার ছাড়াই উভয় পক্ষের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
১ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
১ ঘণ্টা আগে