নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।
বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’
এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।
বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’
এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।
বেনাপোল বন্দরে একটি ট্রাকে তল্লাশি করে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বন্দরের ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি এ তথ্য জানায়।
১৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন জরিপে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ১০-এর মধ্যে মাত্র ২ দশমিক ৪৫ নম্বর নিয়ে ‘খারাপ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সংবাদ সম্মেলনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’-এর ব্যানারে জরিপের এ
১৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন
১ ঘণ্টা আগে