বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় আধিপত্য বিস্তারের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ সাতজনকে কুপিয়ে আহত করেন। মোজাহার মোল্লা আলিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আহতরা হলেন নিহত মো. মোজাহার মোল্লার মা মোমেনা বেগম (৬৫), চাচাতো বোন রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), চাচাতো ভাই মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), চাচাতো ভাইয়ের বউ শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ভাইপো লিটু (২৭) ও রাব্বি (১৮)। আহতরা বাগেরহাট জেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে এই হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে মোজাহার মোল্লার বাড়িতে লোকজনের ভিড় দেখা যায়। ঘরের সামনে কয়েক জায়গায় রক্ত পড়ে রয়েছে। ঘরের ভেতরে নিহতের মা, স্ত্রী ও সন্তানেরা কাঁদছে।
মোজাহারের মা মোমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, `জমি থেকে এসে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল আমার ছেলে। তখন রাসেল শেখ, মহিদ শেখ, তুহিন শেখ, ইসমাইল, ইদ্রিস, কুদ্দুস, নজরুল সরদারসহ ১২-১৩ জন লোক রামদা ও সড়কি ছেলেকে কোপাতে থাকে। বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। আমি সন্তান হত্যার বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী মো. আতিয়ার মোল্লা বলেন, `হঠাৎ করে দা, লাঠি, কুড়াল ও সড়কি নিয়ে ১০-১২ জন এসে মোজাহার মোল্লাকে কোপাতে শুরু করে। মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ আরও কয়েকজনকে মারধর করে হামলাকারীরা।'
এর আগে হামলার শিকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার স্ত্রী মরিয়ম বেগম বলেন, `আমার ভাশুর মোজাহার মোল্লার হত্যাকারীরা আমার স্বামীকে হত্যার জন্য ঘরে ঢোকার চেষ্টা করেছিল। বাধা দিলে আমার হাতে আঘাত করে। এলাকার লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।'
অভিযুক্ত রাসেলের বাবা ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, `হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়নি। তবে এ বিষয়ে এখন আর কিছু বলা যাবে না।'
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, `মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
বাগেরহাটের কচুয়ায় আধিপত্য বিস্তারের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ সাতজনকে কুপিয়ে আহত করেন। মোজাহার মোল্লা আলিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আহতরা হলেন নিহত মো. মোজাহার মোল্লার মা মোমেনা বেগম (৬৫), চাচাতো বোন রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), চাচাতো ভাই মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), চাচাতো ভাইয়ের বউ শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ভাইপো লিটু (২৭) ও রাব্বি (১৮)। আহতরা বাগেরহাট জেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে এই হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে মোজাহার মোল্লার বাড়িতে লোকজনের ভিড় দেখা যায়। ঘরের সামনে কয়েক জায়গায় রক্ত পড়ে রয়েছে। ঘরের ভেতরে নিহতের মা, স্ত্রী ও সন্তানেরা কাঁদছে।
মোজাহারের মা মোমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, `জমি থেকে এসে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল আমার ছেলে। তখন রাসেল শেখ, মহিদ শেখ, তুহিন শেখ, ইসমাইল, ইদ্রিস, কুদ্দুস, নজরুল সরদারসহ ১২-১৩ জন লোক রামদা ও সড়কি ছেলেকে কোপাতে থাকে। বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। আমি সন্তান হত্যার বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী মো. আতিয়ার মোল্লা বলেন, `হঠাৎ করে দা, লাঠি, কুড়াল ও সড়কি নিয়ে ১০-১২ জন এসে মোজাহার মোল্লাকে কোপাতে শুরু করে। মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ আরও কয়েকজনকে মারধর করে হামলাকারীরা।'
এর আগে হামলার শিকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার স্ত্রী মরিয়ম বেগম বলেন, `আমার ভাশুর মোজাহার মোল্লার হত্যাকারীরা আমার স্বামীকে হত্যার জন্য ঘরে ঢোকার চেষ্টা করেছিল। বাধা দিলে আমার হাতে আঘাত করে। এলাকার লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।'
অভিযুক্ত রাসেলের বাবা ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, `হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়নি। তবে এ বিষয়ে এখন আর কিছু বলা যাবে না।'
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, `মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৭ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৯ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৬ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে