প্রতিনিধি, বাগেরহাট
“হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি” স্লোগান নিয়ে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে এই জরুরি সেবা চালু করা হয়। বাগেরহাট পুরোনো কোর্ট মসজিদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।
এ সময়, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক আইনজীবী ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বখসী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শেখ তন্ময়ের অর্থায়নে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ছাত্রলীগের কর্মীরা। হটলাইন নম্বর-০১৮৮৬-৩০৫৩০৯–এ ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষু রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবেন। এর জন্য বাগেরহাট জেলা ছাত্রলীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন জানিয়েছেন, প্রয়োজনের তাগিদে পর্যায়ক্রমে এই কার্যক্রমে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে।
বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, বাগেরহাট অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে মুমূর্ষু রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ছাত্রলীগের কর্মীরা প্রস্তুত রয়েছেন। এ কাজের জন্য তাঁরা প্রয়োজনীয়সংখ্যক কর্মীকে প্রশিক্ষণও দিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, এখন মানুষ চাইলেই সহজে হাসপাতালে আসতে পারবে না। তাই বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হবে। এসব কার্যক্রম তখনই সফল হবে, যখন বাগেরহাটের মানুষ সচেতন হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে জেলার মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে না।
এর আগে সাংসদ শেখ তন্ময় বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিকিৎসা ও নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করেছিলেন, যা এখনো সচল রয়েছে।
“হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি” স্লোগান নিয়ে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে এই জরুরি সেবা চালু করা হয়। বাগেরহাট পুরোনো কোর্ট মসজিদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।
এ সময়, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক আইনজীবী ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বখসী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শেখ তন্ময়ের অর্থায়নে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ছাত্রলীগের কর্মীরা। হটলাইন নম্বর-০১৮৮৬-৩০৫৩০৯–এ ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষু রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবেন। এর জন্য বাগেরহাট জেলা ছাত্রলীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন জানিয়েছেন, প্রয়োজনের তাগিদে পর্যায়ক্রমে এই কার্যক্রমে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে।
বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, বাগেরহাট অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে মুমূর্ষু রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ছাত্রলীগের কর্মীরা প্রস্তুত রয়েছেন। এ কাজের জন্য তাঁরা প্রয়োজনীয়সংখ্যক কর্মীকে প্রশিক্ষণও দিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, এখন মানুষ চাইলেই সহজে হাসপাতালে আসতে পারবে না। তাই বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হবে। এসব কার্যক্রম তখনই সফল হবে, যখন বাগেরহাটের মানুষ সচেতন হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে জেলার মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে না।
এর আগে সাংসদ শেখ তন্ময় বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিকিৎসা ও নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করেছিলেন, যা এখনো সচল রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের পর জামায়াতে ইসলামীর এক নেতার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। সর্বশেষ মৃত ব্যক্তির নাম আলামিন (৪০)। তিনি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের বাসিন্দা।
৩৫ মিনিট আগেলক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেশুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোবার ঘরে তার প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা...
১ ঘণ্টা আগে