Ajker Patrika

মনিরামপুরে তিন ক্লিনিককে জরিমানা ও সিলগালা

মনিরামপুরে তিন ক্লিনিককে জরিমানা ও সিলগালা

বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মনিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা ও চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হচ্ছে—সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল অ্যান্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পার বাজারের পারবাজার সার্জিক্যাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল অ্যান্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

এসিল্যান্ড আলী হাসান বলেন, হরিহরনগর ইউনিয়নের পার বাজারের পারবাজার সার্জিক্যাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপিতে অভিযানে দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষ অবৈধভাবে মেডিকেল সেবা দিচ্ছেন। এই অপরাধে একই আইনে পারবাজার সার্জিক্যাল ক্লিনিকের ব্যবস্থাপক নীলিমা খাতুন এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থাপক আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এসিল্যান্ড আরও বলেন, ‘আমরা রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাঁদের কার্যক্রম বন্ধ রাখায় কোনো জরিমানা করা হয়নি। তাঁদের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত