শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে