Ajker Patrika

নাচের তালে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ভাইরাল

নাচের তালে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ভাইরাল

ট্রাফিক পুলিশের কাজ মানেই রাজ্যের বিরক্তি। আর যদি হয় ভারতের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে তাহলে তো বিরক্তির সঙ্গে যোগ হয় চাপ। কিন্তু এমন কাজও যে কেউ উপভোগ করতে পারে এমনটা দেখে অবাক নেটিজেনরা।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে সিটিহার্ট হাসপাতালের সামনে এক ট্রাফিক পুলিশ মজার কাণ্ড ঘটিয়েছেন। টুইটারে সংবাদ সংস্থা এএনআই এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, এক ট্রাফিক পুলিশ হুইসেল বাজিয়ে নাচের তালে তালে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।

যোগেন্দ্র কুমার নামের এই ট্রাফিক পুলিশের নাচের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। টুইটারে শেয়ারের মাত্র একদিনে দেখা হয়েছে ১৫ হাজার বার। দেশব্যাপী টুইটার ব্যবহারকারীরা এমন ব্যতিক্রমী ট্রাফিক নিয়ন্ত্রণের ধরনটি বেশ উপভোগ করছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এই ট্রাফিক পুলিশ কি পরিমাণে সক্রিয়! এক মুহূর্তের জন্যও কোনো বিশ্রাম নিচ্ছেন না! এমন মানুষকে শ্রদ্ধা জানাই।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘কাজের প্রতি কি ভালোবাসা!’

কয়েক বছর আগে, আরেক ট্রাফিক পুলিশ প্রতাপ চন্দ্র খান্ডওয়াল, ওডিশার ভুবনেশ্বরে নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ করে বেশ জনপ্রিয়তা লাভ করেন। ইন্দোরের এক ট্রাফিক পুলিশ রণজিৎ সিং, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিখ্যাত নাচ ‘মুনওয়াক’ এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করে বেশ জনপ্রিয়তা পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত