কেউ রক্ষা পাবে না
এ বছরের ৭ অক্টোবর, তখনো পুবের আকাশে সূর্যের দেখা নেই, অনেকটা অন্ধকার। একদল ইসরায়েলি তরুণ গাজা উপত্যকার সীমান্তের কাছাকাছি একটি গানের আসর ঘিরে আনন্দ উৎসবে মগ্ন। তাদের অনেকেই কল্পনা করতে পারেনি যে নির্মম মৃত্যু খুব কাছেই ওত পেতে আছে, তাদের জীবনে আর কোনো দিন সূর্য উঠবে না। আচমকা রকেট এবং গুলির আঘাতে প্