সম্পাদকীয়
বর্তমানে রাজনীতিতে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ উপায়ে শেষ হয়নি। পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনার পরের দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের পর এক দিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
এখানেই শেষ নয়, নতুন কর্মসূচি হিসেবে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়েছে। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ পালিত হবে।
তিন দিনের অবরোধ কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালিত হয়নি। তিন দিনই বিভিন্ন স্থানে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অল্প দূরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চত্বরে ঢুকে হামলাকারীরা ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে ২টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ১৬টি মোটরসাইকেলে আগুন দেয়। এ ছাড়া ওই দিন একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের বেশ কয়েকটি অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে আরও কয়েকটি যানবাহন। পরে তিন দিনের অবরোধেও দেশের বিভিন্ন স্থানে ৩০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
কারা এই গাড়ি পোড়াচ্ছে? পাল্টাপাল্টি অভিযোগে কী লাভ হচ্ছে?
জাতীয় সংসদের সমাপনী অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘দুর্বৃত্তপনা’ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশটাকে নিয়ে কেউ যেন খেলতে না পারে, এ জন্য দেশবাসীর কাছে সহায়তা চাই। দেশবাসীকে বলব, অগ্নি-সন্ত্রাস ও দুর্বৃত্তদের ধরিয়ে দিন। আপনার গাড়ি পোড়ালে এদের ধরে ওই আগুনে ফেলুন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, সেই হাত পুড়িয়ে দিন। তাহলে ওরা থামবে। তা না হলে ওরা থামবে না। এটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।’
প্রধানমন্ত্রীর এই আহ্বান কি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে? মারের বদলে মারের নীতি তো বরং সংঘাত বাড়াবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন! তিনি বলেছেন, ‘বারবার আমার ওপর আঘাত হেনেছে। তারপরও আমি বেঁচে গেছি। এখনো আমার ওপর হামলা হচ্ছে। এমনকি দেশে না, বিদেশেও আমার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। আমি যখন বিদেশ যাই, সেখানেও কিলার হায়ার করে আমাকে মারার চেষ্টা করে। সে চেষ্টা খালেদা জিয়ার ছেলে করেছে, যে লন্ডনে বসে আছে।’
প্রধানমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও তাঁর এই অভিযোগ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাঁকে হত্যার একাধিক ঘটনার
কথা সবার জানা। বিদেশেও তাঁকে হত্যার চেষ্টা হয়ে থাকলে বলতেই হবে যে হিংসার রাজনীতি সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এই রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া যায় না। রাজনৈতিক বিরোধিতা আর খুনোখুনি এক জিনিস নয়।
বর্তমানে রাজনীতিতে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ উপায়ে শেষ হয়নি। পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনার পরের দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের পর এক দিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
এখানেই শেষ নয়, নতুন কর্মসূচি হিসেবে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়েছে। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ পালিত হবে।
তিন দিনের অবরোধ কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালিত হয়নি। তিন দিনই বিভিন্ন স্থানে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অল্প দূরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চত্বরে ঢুকে হামলাকারীরা ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে ২টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ১৬টি মোটরসাইকেলে আগুন দেয়। এ ছাড়া ওই দিন একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের বেশ কয়েকটি অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে আরও কয়েকটি যানবাহন। পরে তিন দিনের অবরোধেও দেশের বিভিন্ন স্থানে ৩০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
কারা এই গাড়ি পোড়াচ্ছে? পাল্টাপাল্টি অভিযোগে কী লাভ হচ্ছে?
জাতীয় সংসদের সমাপনী অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘দুর্বৃত্তপনা’ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশটাকে নিয়ে কেউ যেন খেলতে না পারে, এ জন্য দেশবাসীর কাছে সহায়তা চাই। দেশবাসীকে বলব, অগ্নি-সন্ত্রাস ও দুর্বৃত্তদের ধরিয়ে দিন। আপনার গাড়ি পোড়ালে এদের ধরে ওই আগুনে ফেলুন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, সেই হাত পুড়িয়ে দিন। তাহলে ওরা থামবে। তা না হলে ওরা থামবে না। এটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।’
প্রধানমন্ত্রীর এই আহ্বান কি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে? মারের বদলে মারের নীতি তো বরং সংঘাত বাড়াবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন! তিনি বলেছেন, ‘বারবার আমার ওপর আঘাত হেনেছে। তারপরও আমি বেঁচে গেছি। এখনো আমার ওপর হামলা হচ্ছে। এমনকি দেশে না, বিদেশেও আমার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। আমি যখন বিদেশ যাই, সেখানেও কিলার হায়ার করে আমাকে মারার চেষ্টা করে। সে চেষ্টা খালেদা জিয়ার ছেলে করেছে, যে লন্ডনে বসে আছে।’
প্রধানমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও তাঁর এই অভিযোগ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাঁকে হত্যার একাধিক ঘটনার
কথা সবার জানা। বিদেশেও তাঁকে হত্যার চেষ্টা হয়ে থাকলে বলতেই হবে যে হিংসার রাজনীতি সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এই রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া যায় না। রাজনৈতিক বিরোধিতা আর খুনোখুনি এক জিনিস নয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫