ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যাত্রীর নাক ফাটালেন রেলকর্মীরা
রাজশাহীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক যাত্রীর নাক ফাটিয়েছেন রেলকর্মীরা। এক নারী যাত্রীর দামি মোবাইল ফোন, টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের প্রতিবাদ করায় তাঁর ওপর এই হামলা করেন ট্রেনের গার্ড ও ক্লিনাররা। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে রাজশাহীর সারদা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।