Ajker Patrika

রেলওয়ের ওয়েম্যান পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৮
রেলওয়ের ওয়েম্যান পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়েম্যান পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে দুটি জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ ব্যতিরেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল কর্তৃপক্ষ। ওই দুটি জেলাসহ সংশোধিত বিজ্ঞপ্তিতে চারটি জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। ওয়েম্যান পদে লোক নেওয়া হবে ১ হাজার ৩৮৫ জন।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ওয়েম্যান। 

পদের সংখ্যা: ১,৩৮৫ টি। 

আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। 

প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে প্রার্থীর বয়সসীমা ৩২ বছর। 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন ফি: ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। 
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি, চলবে ২ মার্চ পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত