নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
২ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৩ ঘণ্টা আগে