নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
আব্দুর রহমান ঢাকায় থাকেন। ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন বলে তিনি রাজশাহী এসেছেন। কিন্তু আসার সময় ট্রেন দেরি করায় পরীক্ষায় আর অংশ নিতে পারেননি।
ট্রেন বিলম্বের কারণে আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হয়। কিন্তু ট্রেন এসে পৌঁছায় চার ঘণ্টা বিলম্বে। কেন্দ্রে পৌঁছাতেই পরীক্ষার আধা ঘণ্টা পেরিয়ে গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী এসে পৌঁছার কথা ছিল শুক্রবার ভোর ৬টায়। কিন্তু চার ঘণ্টা বিলম্বে ট্রেন এসেছে ১০টার দিকে। এই ট্রেনে আসা পরীক্ষার্থী আবদুর রহমানের দাবি, তাঁর বগিতেই ১০-১২ জন পরীক্ষার্থী ছিলেন। ট্রেনের অন্য বগিগুলোতেও পরীক্ষার্থী ছিলেন। তাঁদের কেউই পরীক্ষা দিতে পারেননি।
আবদুর রহমানের পরীক্ষা ছিল রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। ভেতরে যখন পরীক্ষা চলছিল, তখন বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। স্টেশনে ট্রেন আসতেই দুই ঘণ্টা দেরি করে। আবার যাত্রাপথে দেরি করে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে চার ঘণ্টা বিলম্ব হয়।
আব্দুর রহমান বলেন, ‘স্টেশনে যখন নামলাম, তখন অনেকেই বলল যে, আর পরীক্ষা দেওয়া হবে না। তাও মন মানল না। অটোরিকশায় ছুটে এলাম। এতে আরও ১০ মিনিট গেল। আমি কেন্দ্রে পৌঁছার ৩৫ মিনিট আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই হয়ে খাতাও জমা হয়ে গেছে। তাই পরীক্ষা চললেও আমি অংশ নিতে পারিনি।’
আবদুর রহমানের সঙ্গে পদ্মা এক্সপ্রেসে ছিলেন রকিবুল হক রুহি এবং নাদীম হোসেন। রাজশাহীর অন্য কেন্দ্রগুলোতে সিট পড়েছিল তাঁদের। তাঁরাও পরীক্ষায় অংশ নিতে পারেননি। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সিট ছিল পদ্মা এক্সপ্রেসে আসা আরেক পরীক্ষার্থী লতা ইসলামের। তিনিও পরীক্ষায় বসতে পারেননি। তিনি দাবি করেন, ট্রেনে অন্তত শতাধিক পরীক্ষার্থী ছিলেন। তাঁরা কেউই পরীক্ষা দিতে পারেননি।
ট্রেন দেরি করে পৌঁছার কারণ জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘ঢাকা থেকে ট্রেন ছেড়েছেই দেরি করে। আবার কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল কম। সব মিলিয়ে ট্রেনটা আসতে দেরি করেছে। তবে ট্রেনে কোনো পরীক্ষার্থী ছিল কি না কিংবা তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, এটি আমার জানা নেই।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে