সরিষায় স্বপ্নপূরণ কৃষকের
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরিষা চাষের শুরুর দিকে তিন-চার দিনের টানা বৃষ্টি আর ঘন কুয়াশায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। লাভ হোক আর লোকসান হোক, বুকভরা আশা নিয়ে চাষে লেগে থাকতেন তাঁরা। তবে শত উদ্বেগ পেরিয়ে এবার উপজেলায় সরিষার ফলন ভালো হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।