ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার শিক্ষিত নারীরা হয়ে উঠছেন স্বাবলম্বী।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অসহায় বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, ক্ষুদ্রঋণ কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, আইজিএ প্রকল্প, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রকল্প ও জয়িতা অন্বেষণে উপজেলায় এসব প্রকল্প পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়াও বেকার নারীদের আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কর্মদক্ষতা বাড়াতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে। এতে ২টি ট্রেডে মোট ৫০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।
তাঁদের মধ্যে ফ্যাশন ডিজাইনার ২৫ জন এবং মাশরুম, ভার্মিকম্পোস্ট, মৌ-চাষে ২৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ নেন। বর্তমানে ১৩ নম্বর ব্যাচের মাধ্যমে চলছে নারীদের এ প্রশিক্ষণ কর্মসূচি। আর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
উপজেলার বড় চকগোপাল এলাকার তনু জানান, তিনি ব্লক-বাটিকের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়ার পর এলাকায় একটি প্রতিষ্ঠান দিয়ে ব্লক-বাটিকের ওপরে নিয়মিত কাজ করছেন। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান তিনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গত বছরের ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। আগামী মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিবছর তিন মাসে চারটি ভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে ওই নারীরা উপকৃত হয়েছেন।
নওগাঁর ধামইরহাট উপজেলায় দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার শিক্ষিত নারীরা হয়ে উঠছেন স্বাবলম্বী।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অসহায় বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী সমাজ গড়ে তোলার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, ক্ষুদ্রঋণ কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, আইজিএ প্রকল্প, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রকল্প ও জয়িতা অন্বেষণে উপজেলায় এসব প্রকল্প পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়াও বেকার নারীদের আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কর্মদক্ষতা বাড়াতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে। এতে ২টি ট্রেডে মোট ৫০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।
তাঁদের মধ্যে ফ্যাশন ডিজাইনার ২৫ জন এবং মাশরুম, ভার্মিকম্পোস্ট, মৌ-চাষে ২৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ নেন। বর্তমানে ১৩ নম্বর ব্যাচের মাধ্যমে চলছে নারীদের এ প্রশিক্ষণ কর্মসূচি। আর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
উপজেলার বড় চকগোপাল এলাকার তনু জানান, তিনি ব্লক-বাটিকের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়ার পর এলাকায় একটি প্রতিষ্ঠান দিয়ে ব্লক-বাটিকের ওপরে নিয়মিত কাজ করছেন। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান তিনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গত বছরের ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ। আগামী মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিবছর তিন মাসে চারটি ভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে করে ওই নারীরা উপকৃত হয়েছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫