Ajker Patrika

যাত্রীবেশে অটোভ্যানে উঠে চালককে হত্যা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৯
যাত্রীবেশে অটোভ্যানে উঠে চালককে হত্যা

নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে অটোভ্যান ভাড়া নিয়ে যাওয়ার পথে চালক হাসান আলীকে গলা কেটে হত্যা করেন এখলাছ হোসেন ও তাঁর সহযোগী। পরে তাঁরা হাসানের অটোভ্যানটি ছিনতাই করে সেটি বিক্রির জন্য ওই চক্রের অপর সদস্য উপজেলার বনগ্রাম হঠাৎপাড়া গ্রামের ময়নুল ইসলামকে দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

গত সোমবার বিকেলে হাসান আলীর হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার মদনচক গ্রাম থেকে এখলাছ হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে ছিনতাই হওয়া অটোভ্যানটি বিক্রির কাজে সহযোগিতার অভিযোগে মহাদেবপুরের ছাইতলতলী বাজার থেকে বনগ্রাম এলাকার ভ্যানচালক ময়নুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এখলাছ হোসেনের বাড়ি উপজেলার সফাপুর পূর্বপাড়া গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, হাসান হত্যা মামলার তদন্তে নামার পর সোমবার দুপুরে মহাদবেপুর থানা-পুলিশ জানতে পারে, উপজেলার ছাইতনতলী বাজারে রক্তমাখা একটি অটোভ্যানসহ এক ব্যক্তিকে দেখা গেছে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে হাসানের ছিনতাই হওয়া অটোভ্যানসহ ময়নুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ময়নুল পুলিশকে বলেন, উপজেলার সফাপুর পূর্বপাড়া গ্রামের এখলাছ হোসেন নামে তাঁর পরিচিত এক তরুণ গত শনিবার রাত ৯টার দিকে অটোভ্যানটি তাঁর কাছে নিয়ে আসেন এবং সেটি বিক্রি করে দিতে বলেন। অটোভ্যানটি বিক্রির জন্য সোমবার ছাইতনতলী বাজারে নিয়ে এসেছিলেন। ময়নুলের দেওয়া তথ্য অনুযায়ী মান্দা উপজেলার মদকচক গ্রাম থেকে হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখলাসকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল মান্নান মিয়া আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি এখলাছ হোসেন হত্যার কথা স্বীকার করেছেন। অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে মহাদেবপুরের কুঞ্জবন মোড় থেকে খাজুর বাজারে যাওয়ার কথা বলে হাসানের ভ্যান ভাড়া করেন এখলাছ ও তাঁর সহযোগী। খাজুর বাজারে যাওয়ার পর তাঁরা চালককে বলেন ছাইতনতলী হাটে নামিয়ে দেওয়ার জন্য। ছাইতনতলী যাওয়ার পর তাঁরা বলেন শাবইল মোড়ে পর্যন্ত দিয়ে আসতে। শাবইল মোড়ে পৌঁছানোর পরেই এখলাছ পেছন থেকে হাসানের গলায় ছুড়ি চালিয়ে হত্যা করেন। পরে তাঁরা হাসানের লাশ রাস্তার পাশে ধানখেতে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন বলেন, বিকেলে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন হাসান। পরদিন সকালের দিকে উপজেলার গোফানগর শাবইল এলাকার একটি ধানখেত থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন হাসানের বাবা আহাদ আলী বাদী হয়ে মহাদেবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর এ ঘটনার তদন্তে নামে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত