সনি আজাদ, চারঘাট
বই, খাতা, কলম বা পেনসিল ছাড়াই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পাঠদান দেওয়া হচ্ছে কিষান-কিষানিদের। এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। এ স্কুলের অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর। তবে এই স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তি খেতে প্রয়োগ করে চারঘাট উপজেলার অনেক কিষান-কিষানির দিনবদলে সুদিন ফিরেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নিরাপদ ফসল উৎপাদন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (আই পি এম) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যায়ক্রমে চারঘাটের ১০টি স্কুলে ২৫০ জন শিক্ষার্থীকে সপ্তাহে দুই দিন পাঠদান দেওয়া হয়। ছয় মাস মেয়াদে প্রতিটি স্কুলে ৫০ জন কিষান-কিষানি বিনা বেতনে ভর্তি হন। তাঁদের সপ্তাহে দুই দিন দুজন শিক্ষক দুই ঘণ্টা করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের শিক্ষা দেন। পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে। বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভি ও ছাগল পালন এবং মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয়।
সরেজমিন উপজেলার শলুয়া ইউনিয়নের মালেকার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, দুই দল কিষান-কিষানি বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছেন। শিখছেন কৃষির নানা উন্নত প্রযুক্তি। সেখানেই তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সার তৈরির জায়গায় দেওয়া হয়েছে টিনের চালা। সাধারণ কম্পোস্ট ছাড়াও কৃষকেরা তৈরি করছেন খামারজাত কম্পোস্ট, কুইক কম্পোস্ট ও কেঁচো কম্পোস্ট। পার্শ্ববর্তী সবজি খেতে সেগুলো প্রয়োগ করছেন।
এই স্কুলের শিক্ষার্থী শিবপুর গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন বলেন, মাঠ স্কুল তাঁর জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। আগে ৮০ শতক জমি চাষ করে তিন বেলার খাবার জুটত না। সেখানে এখন খাওয়া-পরা, সন্তানদের পড়াশোনার খরচ দেওয়ার পরও বছরে ৫০ হাজার টাকা আয় থাকছে।
ঝিকড়া গ্রামের কৃষক রাশিদুল ইসলাম বলেন, স্কুলে শিখে নিজের তৈরি সার দিয়ে তাঁরা এখন ফসল ফলান। রাসায়নিক সারের বদলে খেতে কেঁচো সার দেন। খেতে পাখি ডেকে আনাও যে কৃষিকাজের অংশ তা এই স্কুলে না পড়লে তাঁরা জানতে পারতেন না।
উপজেলার পরানপুর গ্রামের গৃহবধূ মাজেদা বেগম বলেন, স্কুলটি থেকে পারিবারিকভাবে খামার করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো এবং আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি, ছাগল, ভেড়া ও গবাদিপশু পালন সম্পর্কে জানতে পেরেছেন তিনি।
আইপিএম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা বলেন, এই স্কুলের মাধ্যমে বিভিন্ন চাষাবাদের মাঠ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কৃষক উপকারী পোকা মাকড় ও ক্ষতিকারক পোকা মাকড় এবং কৃষির উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, কৃষক মাঠ স্কুলে শেখানো হয়েছে কৃষিতে বিজ্ঞানভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরনের আবাদের কলাকৌশল। স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তির শিক্ষা মাঠে প্রয়োগ করে চারঘাটের অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম আরও বাড়ানো হবে।
বই, খাতা, কলম বা পেনসিল ছাড়াই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পাঠদান দেওয়া হচ্ছে কিষান-কিষানিদের। এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। এ স্কুলের অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর। তবে এই স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তি খেতে প্রয়োগ করে চারঘাট উপজেলার অনেক কিষান-কিষানির দিনবদলে সুদিন ফিরেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নিরাপদ ফসল উৎপাদন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (আই পি এম) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যায়ক্রমে চারঘাটের ১০টি স্কুলে ২৫০ জন শিক্ষার্থীকে সপ্তাহে দুই দিন পাঠদান দেওয়া হয়। ছয় মাস মেয়াদে প্রতিটি স্কুলে ৫০ জন কিষান-কিষানি বিনা বেতনে ভর্তি হন। তাঁদের সপ্তাহে দুই দিন দুজন শিক্ষক দুই ঘণ্টা করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের শিক্ষা দেন। পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে। বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভি ও ছাগল পালন এবং মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয়।
সরেজমিন উপজেলার শলুয়া ইউনিয়নের মালেকার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, দুই দল কিষান-কিষানি বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছেন। শিখছেন কৃষির নানা উন্নত প্রযুক্তি। সেখানেই তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সার তৈরির জায়গায় দেওয়া হয়েছে টিনের চালা। সাধারণ কম্পোস্ট ছাড়াও কৃষকেরা তৈরি করছেন খামারজাত কম্পোস্ট, কুইক কম্পোস্ট ও কেঁচো কম্পোস্ট। পার্শ্ববর্তী সবজি খেতে সেগুলো প্রয়োগ করছেন।
এই স্কুলের শিক্ষার্থী শিবপুর গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন বলেন, মাঠ স্কুল তাঁর জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। আগে ৮০ শতক জমি চাষ করে তিন বেলার খাবার জুটত না। সেখানে এখন খাওয়া-পরা, সন্তানদের পড়াশোনার খরচ দেওয়ার পরও বছরে ৫০ হাজার টাকা আয় থাকছে।
ঝিকড়া গ্রামের কৃষক রাশিদুল ইসলাম বলেন, স্কুলে শিখে নিজের তৈরি সার দিয়ে তাঁরা এখন ফসল ফলান। রাসায়নিক সারের বদলে খেতে কেঁচো সার দেন। খেতে পাখি ডেকে আনাও যে কৃষিকাজের অংশ তা এই স্কুলে না পড়লে তাঁরা জানতে পারতেন না।
উপজেলার পরানপুর গ্রামের গৃহবধূ মাজেদা বেগম বলেন, স্কুলটি থেকে পারিবারিকভাবে খামার করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো এবং আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি, ছাগল, ভেড়া ও গবাদিপশু পালন সম্পর্কে জানতে পেরেছেন তিনি।
আইপিএম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা বলেন, এই স্কুলের মাধ্যমে বিভিন্ন চাষাবাদের মাঠ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কৃষক উপকারী পোকা মাকড় ও ক্ষতিকারক পোকা মাকড় এবং কৃষির উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, কৃষক মাঠ স্কুলে শেখানো হয়েছে কৃষিতে বিজ্ঞানভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরনের আবাদের কলাকৌশল। স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তির শিক্ষা মাঠে প্রয়োগ করে চারঘাটের অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম আরও বাড়ানো হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫