‘দুর্নীতি জনগণের কাছে প্রমাণিত হওয়ায় পদত্যাগ করছি’—স্বাক্ষর নেওয়া হলো চেয়ারম্যানের
‘এভাবে তো জোর করে পদত্যাগ হয় না। আমি স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি। পদত্যাগ করিনি।’ তিনি বলেন, ‘এখানে রাস্তা-টাস্তা কিছু না। এলাকার একটা পক্ষ আমাকে সরাতে চাইছে। তা না হলে কাজ এলজিইডির, আর আমাকে চাপ দেওয়া হয়?’