গানে আর অনুষ্ঠানে বিশেষ আয়োজন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে থাকছে নাটক, গান, তথ্যচিত্রসহ নানা আয়োজন। বিটিভি প্রচার করবে নাটক ‘পয়লা নম্বর’। নাট্যরূপ ফরিদুর রহমান, প্রযোজনা মাহফুজা আক্তার। অভিনয়ে রামিজ রাজু, গোলাম কিবরীয়া তানভীর, সাবরিনা শফি নিসা, হাসনাত রিপন, তন্ময় সোহেল, কাজী আল আমিন, ঐশ্বর্