শুদ্ধ সত্ত্ব দে
দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৬ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৭ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৬ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৭ ঘণ্টা আগে