Ajker Patrika

রবির সঙ্গে কাটাও অবসর

শুদ্ধ সত্ত্ব দে
রবির সঙ্গে কাটাও অবসর

দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।

এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।

রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।

সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।

কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।

রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।

শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত